পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায় গজালিয়া ইউনিয়ন পরিষদ অবস্থিত। এটি ১৯৯৮ সালে স্থাপিত হয়। আমখোলা ইউনিয়নের আয়তন ১১৬৭৩ একর বা ২৭ বর্গ কিলোমিটার, মোট জনসংখ্যা ৩০৬১৬ জন এর মধ্যে পুরুষ- ১৫০৩৯ এবং মহিলা- ১৫৫৭৭ জন এবং ৮৪৫০ টি খানা আছে ও এখানে প্রতি বর্গ কিলোমিটারে ৫৮৮ জন লোকের বসবাস আছে। ইউনিয়ন ভবনটি ভাংরা গ্রামের আমখোলা বাজারে অবস্থিত। এটি উপজেলা থেকে ১৫ কেলোমিটার উত্তর দিকে অবস্থিত। আমখোলা ইউনিয়নের দড়িবাহেরচর অবদা বেরীবাধ হইতে চিংগুরিয়া লঞ্চঘাট পর্যন্ত নদীর পাড়ে বনবিভাগ কতৃক সৃজনকৃত অবদা বেরীবাধের বাগান দর্শনার্থীদের মুগ্ধ করে । আমখোলা ইউনিয়ন তরমুচ চাষের জন্য বিখ্যাত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস