Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

দর্শণীয় স্থান

গজালিয়া অবদা বেরীবাধ।

কিভাবে যাওয়া যায়: 
গজালিয়া লঞ্চ ঘাট হইতে উত্তর দিকে পাযে হেটে, মটর সাইকেল, কিংবা নছিমনে সব সময় যাতায়াত করা যায়।

গজালিয়া অবদা বেরীবাধ  হইতে উত্তরে ইচাদী খেয়া ঘাট হয়ে কলাগাছিয়া ইউনিয়ন পর্যন্ত বিস্তৃত। বন বিভাগ কতৃক বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ, ও ঔষধি গাছের এখানে বাগান সৃজন করা হয়েছে। পরন্ত বিকেলে নদীর পাড়ে অবদা বেরীবাধে সৃস্ট এ বাগানে বসলে যে কোন আগন্তুকের অত্যান্ত ভাল লাগবে, কিংবা  দুপুরে প্রখর রোদে  কৃষক মাঠে কাজ করার ফাকে নদীর পাড়ে গাছের ছায়ায় একটু বিশ্রাম নিতে এ বাগানের জুড়ি নেই।

অবস্থান: 
ইউনিয়ন: গজালিয়া, গ্রাম: গজালিয়া,চরচন্দ্রাইল, ইচাদী,